ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা বহু হতাহতের আশংকা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০০ এএম  (ভিজিট : ৭৩৮)
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌণে ১১টার সময় ইট বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী ও কয়েকটি যানবাহনকে চাপা দিয়ে ওই এলাকার ভাসমান দোকানের উপর উঠে যায় ট্রাকটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। তাদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে সড়কের পাশে থাকা ফলমূল বিক্রেতা ও হকারদের উপর উঠে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস টিম দুর্ঘটনাস্থলে পৌছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। ধারণা করছি দুজনের মৃত্যু হতে পারে। আহত হয়েছে অনেকে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। একজনের নাম বিকাশ (২৪)। অন্যজনের পরিচয় জানা যায়নি। হতাহত সকলের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close