ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চবিতে উপ-উপাচার্য ও সহকারী প্রক্টর পদে নিয়োগ
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২১ পিএম  (ভিজিট : ২০৪)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্য পদে ২ জন ও সহকারী প্রক্টর পদে ৫ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য পদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খান (একাডেমিক) এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিনকে (প্রশাসন) নিয়োগ পেয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুযায়ী ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খানকে চবির প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক একটি বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন- মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী এবং ইতিহাস বিভাগের প্রভাষক মো. নুরুল হামিদ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-চবি  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close