ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

রাজশাহীর সাবেক এমপি এনামুল হক কারাগারে
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৭ পিএম  (ভিজিট : ১৬৪)
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককের জা‌মিন আবেদন না মঞ্জুর ক‌রে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর সি‌নিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূ‌ত্রে জানা যায়, এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এনামুল হক রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হ‌য়ে নির্বাচন ক‌রে পরাজিত হন।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আদাবর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। এনামুল হক ঋণের নামে ব্যাংক থেকে বিপুল টাকা সরিয়েছেন বলে অভিযোগ আছে। তার ব্যাপারে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।

সময়ের আলো/আরআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close