ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চবির হলগুলোতে নতুন প্রভোস্ট নিয়োগ
প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩১ পিএম  (ভিজিট : ১৪৮)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৪টি হলে আগামী ১ বছরের জন্য নতুন করে হল প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

নতুন হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক  ড. ফুয়াদ হাসান,  শাহ্ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের  অধ্যাপক ড.  মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এ এফ রহমান হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক  ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, শহীদ আব্দুর রব হলে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, মাস্টার দা সূর্যসেন হলে বন ও পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যাপক ড.মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা। 

মেয়েদের হলের মধ্যে প্রীতিলতা হলে আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, শেখ হাসিনা হলে আইন বিভাগের সহযোগী অধ্যাপক  শারমিন আফরোজ, শামসুর নাহার হলে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলাম।

এর আগে  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১২ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন হল প্রভোস্টরা।

সময়ের আলো/জিকে




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close