ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০১ পিএম আপডেট: ২১.০৯.২০২৪ ১০:৪০ পিএম  (ভিজিট : ২১৩)
শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীলতার অভিযোগ এক ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। 

শুক্রবার রাত থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

তাদের বিরুদ্ধে কারখানায় হামলা, ভাংচুর, রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাইল থানার মোকামটুলা গ্রামের মো. লাবু খানের ছেলে, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত দুর্জন মোল্লার ছেলে মো. আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে মো. আজাহারুল ইসলাম (৪২), লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. মজিদুল ইসলাম (২৮) ও  আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।

আটককৃতদের পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় ইতোপূর্বে দায়েরকৃত মামলায় গ্ৰেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close