ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

সিলেটের তিন উপজেলায় বজ্রপাতে নিহত ৫
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম  (ভিজিট : ১৫২)
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই। এছাড়া গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল হাওরে বজ্রপাতে আরেকজনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল হাওরে বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে বলে গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে। 

এছাড়া কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বজ্রপাতের ঘটনায় নিহতরা হলেন উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া। অপরজন পৌরসভার বাসিন্দা বলে জানা গেলেও নাম পরিচয় জানা যায়নি।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

এদিকে প্রচণ্ড গরমে অস্থির হয়ে সিলেটেবাসীর কয়েকটা দিন কেটেছে বৃষ্টির প্রতীক্ষায়। শনিবার বেলা দেড়টা থেকে সিলেটজুড়ে শুরু হয় তুমুল বজ্রসহ বৃষ্টি। এতে কিছুটা স্বস্তি ফিরে নগরজীবনে। এর শনিবার দুপুর পর্যন্ত সিলেটে ছিল কাঠফাটা রোদ। গত কয়েক দিনের ৩৮/৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গরমে অতিষ্ঠ নগরবাসী একটু বৃষ্টির অপেক্ষায় ছিলেন। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হলে স্বস্তি ফিরে আসে। বৃষ্টিতে রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে পড়ে। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, বজ্র বৃষ্টি হয়েছে সিলেটে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close