ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গায়িকাকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ!
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৬ এএম  (ভিজিট : ২০৮)
ভারতের ওড়িশার জনপ্রিয় সংগীতশিল্পী রুকসানা বানু মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্ক্রাব টাইফাসের চিকিৎসা চলছিল গায়িকার। এ অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তবে এখনও মৃত্যুর কারণ জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 
এদিকে গায়িকার মা ও বোনের অভিযোগ, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে রুকসানাকে। পশ্চিম ওড়িশার এক গায়ক হত্যা করেছেন তাদের মেয়েকে। যদিও সেই গায়কের নাম-পরিচয় প্রকাশ করেননি। 

রুকসানার বোন রুবি বানু বলেন, ১৫ দিন আগে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় জুস পান করেছিলেন রুকসানা। তারপর অসুস্থ হয়ে পড়েন। এরপর গত ২৭ আগস্ট ভবানিপাটনার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। রুবি বানু আরও বলেন, প্রাথমিক চিকিৎসার পর রুকসানাকে বোলাঙ্গিরের ভিমা ভোই মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এরপর বারগড়ের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হয় এবং পরবর্তীতে তাকে ভুবনেশ্বরের এআইআইএমএস হাসপাতালে নেওয়া হয়।


সময়ের আলো/আরএস/ '




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close