ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির আনোয়ারুল আলম
জামায়াতের অনেক শীর্ষ নেতৃত্বকে ‘জুডিশিয়াল কিলিং’ করা হয়েছে
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০০ পিএম আপডেট: ২০.০৯.২০২৪ ৭:২৫ পিএম  (ভিজিট : ৭২৩)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন এবং একটি আদর্শবাদী ইসলামিক দল। এদেশের মানুষের অধিকার, ইনসাফ এবং মানবিক সেবার মধ্যদিয়ে একটি যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী তৈরি করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে জামায়াতে ইসলামীর অনেক শীর্ষ নেতৃত্বকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। নির্যাতিত হয়েছে লাখ লাখ কর্মী। 

এসময় তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা জামায়াত ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছে অথচ তারাই ঘৃণাভরে প্রত্যাখ্যান হয়ে বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছে। তার বিপরীতে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিটি মানুষের আস্থা এবং নিরাপত্তার ঠিকানায় পরিণত হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এস এম কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ইসলামিক দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন, কওমী, আলিয়াসহ সব ধরনের ইসলামিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র গঠন করার লক্ষ্যে কাজ করতে হবে। সংখ্যালঘুদের অবহেলা করা যাবে না। আমরা সবাই বাংলাদেশি তাই কোনো তফাত কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। বর্তমান প্রজন্ম আগামী দিনে বৈষম্যহীন, হানাহানি, ঘুম-খুন হীন সমাজ দেখতে চায়। আগামীর রাজনীতি হবে প্রতিযোগিতার রাজনীতি, মানুষের সেবা করার রাজনীতি। কেউ স্বৈরাচারী তৈরি করতে চাইলে বাংলাদেশের মানুষ তাদের ইতিহাসের আস্তাবলে নিক্ষেপ করবে। 

সভায় হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সেক্রেটারি নজরুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাস্টার মনসুর আলী, নগরীর সদর ঘাট থানা জামায়াত আমীর আব্দুল গফুর, আনোয়ারা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, জামায়াত নেতা ডাক্তার ইলিয়াস, চট্টগ্রাম নগর জামায়াত নেতা সৈয়দ মোহাম্মদ আলী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক মহসিন কলেজ সভাপতি সাজ্জাদ হোসেন, ছাত্রশিবির আনোয়ারা শহর শাখার সভাপতি মোরশেদ ইসলামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ জামায়াতে ইসলামী-ইসলামী ছাত্রশিবির   জুডিশিয়াল কিলিং   চট্টগ্রাম বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close