ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নবীনগরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মান্নানের মতবিনিময়
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৫ পিএম  (ভিজিট : ২০৮)
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় সম্পর্কে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ শ্যামলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, জেলা বিএনপি নেতা মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সভাপতি ভিপি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কৃষক দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জরু, মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা হাসান, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সংবাদকর্মীরা নবীনগরের বিভিন্ন অসংগতি তুলে ধরে আগামী দিনে বিএনপির নেতা অ্যাডভোকেট এম এ মান্নানসহ বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, আমি আগামী দিনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করছি। সুন্দর একটা আধুনিক মাদকমুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করছি সেজন্য আপনারা সবাই আমার দলের পাশে থাকবেন, সেই কামনা করছি।

সেই সাথে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজায় দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীদের নির্বিঘ্নে দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি নেতাদের কেউ যদি কোন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকতে দেখা যায় তবে গণমাধ্যম কর্মীরা যেন নির্বিঘ্নে সেটা তুলে ধরার অভয় দেন। তাই দলীয় সকল নেতাকর্মীদের তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ রাজনীতি করার আহ্বান জানান।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিকদের সাথে মতবিনিময়   বিএনপি নেতাকর্মীরা   নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close