ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কাপাসিয়ার ১১ ইউনিয়নের দায়িত্বে উপজেলার কর্মকর্তা
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৯ পিএম  (ভিজিট : ২২৬)
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে কর্মস্থলে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদের দায়িত্ব পেলো উপজেলা কর্মকর্তা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপরে কাপাসিয়ার উপজেলার নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জনস্বার্থে জারীকৃত এ আদেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম আজকে থেকেই শুরু হবে। 

উপজেলার নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বর এক অফিস আদেশে লেখা আছে, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখার গত ১৪ আগস্ট ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০৩৯,০১৮,০০৯.২০২৪-৮৪০ নম্বর আদেশের প্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে উল্লিখিত ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করা হলো। 

অফিস আদেশ রয়েছে, এগারো ইউনিয়নের সিংহশ্রী ইউনিয়ন পরিষদে আরিফুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। রায়েদ ইউনিয়ন পরিষদে রমজান আলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। টোক ইউনিয়ন পরিষদে সোহরাব রোস্তম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বারিষাব ইউনিয়ন পরিষদে এজাজ মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে সানজিদা আমিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। সনমানিয়া ইউনিয়ন পরিষদে সিরাজুল ইসলাম,  উপজেলা সমবায় অফিসার। কড়িহাতা ইউনিয়ন পরিষদে রতন কুমার সেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তরগাঁও ইউনিয়ন পরিষদে এস, এম ফাতেমা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কাপাসিয়া ইউনিয়ন পরিষদে মনির হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। চাঁদপুর ইউনিয়ন পরিষদে জাহাঙ্গীর আলম চৌধুরী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। দুর্গাপুর ইউনিয়ন পরিষদে জোবায়ের আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। 

পরিষদে উপস্থিত থাকার এ বিষয় কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউজ্জামান বাবলুসহ একাধিক চেয়ারম্যান এর মুঠোফোনে ফোন দিলেও তাদের পাওয়া যায়নি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ইউনিয়ন চেয়ারম্যান অনুপস্থিত   কাপাসিয়া   গাজীপুর জেলা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close