ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

রক্ষা পেল ১১ ফুট লম্বা অজগর, গভীর বনে অবমুক্ত
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৮ পিএম  (ভিজিট : ২৫২)
কক্সবাজারের চকরিয়ার থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্য সাড়ে ১১ ফুট। ওজন ১০ কেজি। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে দিকে উত্তর বনবিভাগের আওতাধীন গভীর বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক মো. আনোয়ার হোসেন সরকার সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (সোমবার) সকাল ১১টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী বিট সংলগ্ন আর্মি ক্যাম্পে অজগরটি দেখতে পান। পরে তারা বন বিভাগে খবর দেন। আনুমানিক ১০ ফুট লম্বা, ১০ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সাপটিকে চিকিৎসা দিয়ে ওইদিন দুপুর ১২ টার দিকে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, ফাঁসিয়াখালীর সংরক্ষিত গভীর বনাঞ্চলের ভেতরে বনকর্মী ও বনরক্ষা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে অজগরটি অবমুক্ত করা হয়েছে। মানুষ আগে সাপ দেখলে পিটিয়ে মেরে ফেলতেন। বন্য প্রাণী হত্যা না করার প্রচার-প্রচারণায় মানুষ আজ সচেতন হতে চলেছে। তারই সূত্র ধরে অজগরটি রক্ষা পেল।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অজগর উদ্ধার-বনে অবমুক্ত   কক্সবাজার জেলা   চট্টগ্রাম বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close