ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

যমুনার তীর রক্ষা বাঁধে ধস, ৭০ মিটার নদীগর্ভে বিলীন
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১১ পিএম  (ভিজিট : ১৬৬)
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার মেঘাই পুরাতন তীর রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যমুনা নদীর মেঘাই পুরাতন বাঁধ এলাকায় এ ভাঙন দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পৌঁছে ভাঙন নিয়ন্ত্রণে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে।

মেঘাই ঘাট এলাকার বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, বেশ কিছু দিন হলো যমুনায় পানি হ্রাস পাচ্ছে। পানি কমতে থাকায় বিকেল থেকে নদীর প্রবল স্রোতের কারণে বাঁধের বোল্ডারগুলো খসে পড়তে শুরু করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ এমন ভাঙন দেখা দেওয়ায় অনেক মানুষ নদীর পাড়ে ভিড় জমায়। তারা দ্রুত বাঁধ মেরামতের দাবিও জানিয়েছেন।

স্থানীয় কৃষক কুরমান আলী বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে নদী ভাঙন দেখা দিয়েছে। অনেক স্থানে ফসলি জমিও ভেঙে গেছে। ভাঙনের সময় শুধু জিও ব্যাগ ফেলে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। এটা অব্যাহত থাকলে এলাকার অনেকেই বাড়ি-ঘরসহ ভিটেহারা হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, পানি বিপৎসীমার অনেক নিচে থাকার পরও প্রবল স্রোত তৈরি হয়ে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। ফলে এরই মধ্যে বাঁধের ৭০ মিটার এলাকা নদীগর্ভে ধসে গেছে। খবর পেয়ে সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। ইতোমধ্যে ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও জানান, আমাদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ভাঙন মেরামতের কাজে অংশ নেয়। একই সঙ্গে কাজটি সেনা সদস্যরা তদারকি করছেন। আশা করছি সেখানে আর ভাঙার সম্ভাবনা নেই। তবে শুষ্ক মৌসুমে ধসে যাওয়া অংশ পুরোপুরি মেরামত করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  যমুনার তীর-বাঁধে ধস   নদীগর্ভে বিলীন   সিরাজগঞ্জ   রাজশাহী বিভাগ  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close