ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি: মামুনুল হক
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১১ পিএম আপডেট: ১৫.০৯.২০২৪ ৯:১৩ পিএম  (ভিজিট : ৩৩৩)
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংস করেছে। হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবের বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। 
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখা। 

গণসমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরকেই নিরাপত্তা দিতে হবে। সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান আল্লামা মামুনুল হক। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে প্রাণহানি হয়েছে তার চেয়ে বেশি হয়েছে শেখ মুজিবের ৩ বছরের শাসনামলে। শেখ হাসিনা আওয়ামী লীগ যেভাবে উপস্থাপন করেছে এই আওয়ামী লীগ আগামী দিনে মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে?

মামুনুল হক বলেন, শেখ হাসিনা একজন চরম মানসিক রোগী ছিল। সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। তারা জনগণকে ক্ষোভের মুখে দাঁড় করিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি। কিন্তু শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবের মুখে দল ও নেতা-অনুসারীদের হুমকির মুখে ফেলে ক্ষোভের মুখে দাঁড় করিয়ে স্বার্থপরের মতো নিজেকে আর বোনকে নিয়ে সব লাগেজ ভর্তি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। 

তিনি বলেন, এই পরাজিত শক্তি আবার ছোবল দিতে পারে। তাই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এসময় তিনি ঐক্যবদ্ধ হয়ে সকলকে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত বিধান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের আহবান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালাল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা এনামুল হক মুসা।

গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি আ স ম শামসুল বারি, হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

এই গণসমাবেশে দিনাজপুরের বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার-হাজার মানুষ দলে দলে যোগ দেন। ফলে ইনস্টিটিউট মাঠের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ খেলাফত মজলিস   মহাসচিব-মামুনুল হক   দিনাজপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close