ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৮ পিএম  (ভিজিট : ১৫২)
ঢাকার নবাবগঞ্জে একটি মুদি দোকানে আগুন লেগে মালামালসহ দোকান ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানী আরিফ হোসেন জানান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখন্ড ব্রিজের পাশে মসজিদ সংলগ্ন এলাকার পাটাতন করা দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিকের দাবী এটি নাশকতা।

জানা যায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান দোকান মালিক আরিফ হোসেন। রাত দেড়টার দিকে এলাকাবাসী আরিফকে আগুন লাগার খবর দেন। পাশাপাশি মসজিদের মাইকে আগুন নেভাতে সহযোগিতা চাওয়া হয়। এলাকাবাসী একঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নেভাতে পারেনি। এতে দোকানে থাকা মুদি মালামাল, গ্যাস সিলিন্ডারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি কেউ।

দোকান মালিক আরিফ জানান, গত একবছর আগে ঋণের টাকা ও নিজের কিছু পুঁজি নিয়ে মুদি ব্যবসা শুরু করেন। অগ্নিকাণ্ডে তার প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি আরও জানান, আগুন কিভাবে লেগেছে কেউ দেখেনি। দোকানটি পাটাতন করা। দোকানের নিচে কিছু আলামত পাওয়া গেছে। পুরনো কাপড় পেঁচানো একটি লাঠি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি থানায় অবগত করতে একটি সাধারণ ডায়েরি করবো।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close