ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বখাটের পেট্রোলে দগ্ধের ৫ দিন পর দিনমজুরের মৃত্যু
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম  (ভিজিট : ২৬২)
ঢাকার নবাবগঞ্জে বখাটের পেট্রোলে দগ্ধ হওয়ার ৫ দিন পর মো. জাহিদ (২৮) নামে এক দিনমজুর মারা গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন নিহতের বাবা। 

নিহত জাহিদ উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের মো. কামালের ছেলে। সে দিনমজুরের কাজ করতো।

নিহতের পরিবার সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে কাজের কথা বলে দিনমজুর জাহিদকে নয়াকান্দা গ্রামের হাবিবুর রহমান ডয়েসের বাড়িতে ডেকে নেয় মো. শাওন ও জান্নাত নামে দুই বখাটে। সন্ধ্যায় ঘনিয়ে এলে তাকে জান্নাতের ঘরে বসিয়ে রাখে। রাত ১২টা পেরিয়ে গেলে তাকে জানানো হয়, ‘রুহিতপুর থেকে পিকআপ আসছে ওটাতে ওঠতে হবে’। রাত ১টার দিকে বখাটে শাওন ও জান্নাতসহ মুখ ঢেকে আসা ৫/৬ জন সেখানে আসে। তারা জানায়, ‘ঐ গ্রামের হাসান আলীর বাড়িতে আগুন দিতে হবে’। অস্বীকৃতি জানালে বখাটেরা জাহিদের পুরো শরীরে পেট্রোল ঢেলে দেয়। জাহিদ যন্ত্রণায় ছটফট করতে থাকে। অবস্থার অবনতি হলে বখাটেরা কেরানীগঞ্জের জিনজিরায় জাহিদের বড় ভাই নাহিদের কাছে ফেলে পালিয়ে যায়। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (শনিবার) সকাল ৮টার দিকে জাহিদ মারা যায়।

নিহতের বাবা মো. কামাল সংবাদকর্মীদের বলেন, খারাপ কাজ না করায় বখাটেরা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মমিন এবিষয়ে বলেন, দিনমজুরের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বখাটের পেট্রোলে দগ্ধ-দিনমজুরের মৃত্যু   দোহার-নবাবগঞ্জ   ঢাকা বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close