ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পুঠিয়ায় দফায় দফায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৪
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৮ পিএম  (ভিজিট : ২৬৬)
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে বিএনপির দুপক্ষের মধ্যে দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সংঘর্ষে সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টার প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। তার রেশ ধরেই আজ (শনিবার) সকাল ১০টাই আবারও সংঘর্ষ শুরু হয়।

দুইদিন ধরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় মোট চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- কারিকর পাড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) (৪০), বিলমাড়িয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে সাবেক মেম্বার শামীম হোসেন (৩৩), পূর্ব ধোপাপাড়া গ্রামের অবহেলা ছেলে তুষার (২৪) ও ধোপাপাড়া বাজারের চা দোকানি তাছেরের ছেলে সুজন (৩০)।

এ ঘটনায় ঘটনায় দুজনকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। আটকরা হলেন- সাবেক মেম্বার শামীম হোসেন ও ধোপাপাড়া এলাকার আবু হেনার ছেলে তুষার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মঞ্জুরুল ও সুজন এর অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে (রামেক) হাসপাতালে পাঠানো হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ধোপাপাড়া বাজারে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুপক্ষের সংঘর্ষের পরে একপক্ষ থানায় এসে মামলা করেছে। উক্ত মামলায় দুজন গ্রেফতার হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপির দুপক্ষের সংঘর্ষ-হতাহত   পুঠিয়া   রাজশাহী বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close