ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভারতে পাচারের সময় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৭ পিএম  (ভিজিট : ১৮৪)
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১১টি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষীদাড়ী সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের স্বর্ণের দাম এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

আটক পাচারকারি মো. জাকির হোসেন (৩১) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপি’র হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল রাতে ভোমরার লক্ষীদাড়ী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় রাত ১০টা ২৫ মিনিটের দিকে সীমান্তের মেইন পিলার-২ এর সাব পিলার-৩ এর রেফারেন্স পিলার-৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাকির হোসেনকে বিজিবি আটক করে। এরপর জাকিরকে তল্লাশি করে তার কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আটক ব্যক্তিকে সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ভারতে স্বর্ণ পাচার-চোরাকারবারি আটক   ভোমরা সীমান্ত-সাতক্ষীরা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close