ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কালিয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৩ পিএম  (ভিজিট : ১৮৪)
নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নড়াগাতী থানায় মামলাটি করেছেন সাংবাদিক জিহাদুল ইসলাম।

মামলার বাদি ও এজহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে যান এশিয়ান টিভির কালিয়া প্রতিনিধি আমানত ইসলাম পারভেজ, চ্যানেল এস ও মানবকন্ঠ পত্রিকার হাচিবুর রহমান, দৈনিক সকালের সময়ের জিহাদুল ইসলাম, দৈনিক খবরের শেখ ফসিয়ার রহমান ও আঞ্চলিক ফুলতলা প্রতিদিনের রাসেল বিশ্বাস ও তাপস বিশ্বাস।  

আরও জানা যায়, এসময় বল্লাহাটি ও আশেপাশের এলাকার আজম মোল্যা, মুজিবুর রহমান, আজিবর মোল্যা, হাসান কাজী ও রাজিব হাওলাদারসহ অন্তত ৪০ থেকে ৫০ জন সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সাংবাদিক জিহাদুল, ফসিয়ার, হাচিবুর ও পারভেজ। এর মধ্যে জিহাদুল ও ফসিয়ারের অবস্থা গুরতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হামলার সময় সাংবাদিকদের মোটরসাইকেল ভাঙচুরসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় আসামিরা। 

মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছে। তাদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close