ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ তৈরি, পাবনায় যুবক গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৮ পিএম  (ভিজিট : ২৪৮)
পাবনার নাগরিক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই জন্মনিবন্ধন সনদ তৈরিকারী কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাবনা র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে র‌্যাবের কমান্ডার বলেন, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে যে, উল্লেখিত জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাসনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নিলয় পারভেজ ইমন সদরের পৌর এলাকার কাচারিপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। গোপন তথ্যের ভিত্তিতে পাবনা র‍্যাবের একটি আভিযানিক দল ১০ সেপ্টেম্বর রাতে জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত নিলয় (২৬) আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়রে আলতাব হোসেনের ছেলে। দীর্ঘদিন আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেছেন সেই সুবাদে সাধারণ মানুষদের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে জন্মসনদ তৈরি করতো সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্মনিবন্ধন সনদ তৈরি করে সে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড ভাইরাল হলে দীর্ঘদিন পরে র‍্যাব তাকে গ্রেফতার করে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close