ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

অভ্যন্তরীণ ১৪ রুটে বন্ধ বাস চলাচল
বরিশালে বাস শ্রমিকদের কর্মবিরতি, মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৯ পিএম আপডেট: ১০.০৯.২০২৪ ৬:১১ পিএম  (ভিজিট : ১৬৭)
মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে কর্মবিরতি পালন করছে অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকরা। নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ১৪টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পরেছে সাধারণ যাত্রীরা। 

বাস শ্রমিকরা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল আদালত নিষিদ্ধ করেছে। আইন না মেনেও তারা যেমন-তেমনভাবে মহাসড়কে চলাচল করে। তাছাড়া বাসের স্টপেজ থেকেও তারা সিএনজি, মাহিন্দ্রায় যাত্রী তুলে নেয়। এর প্রতিবাদ করলেও তারা পরিবহন শ্রমিকদের ওপর চড়াও হয়। পরে আমাদের এক শ্রমিকের গায়ে মাহিন্দ্রা দিয়ে চাপা দেয়। তাই মারধর ও নিরাপত্তার অভাবে শ্রমিকেরা কাজে যেতে চাচ্ছে না। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব। 

মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হওয়ার পরেও নিয়মিত চলাচল করছে। যার ফলে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। তারা আরও জানান, সরকার থেকে মহাসড়কে এই থ্রি হুইলার গাড়ি বন্ধ করলেও প্রশাসনকে ম্যানেজ করে এই অবৈধ গাড়ি গুলো চালাচ্ছে। শুধু মহাসড়কে থ্রি-হুইলারের কারণে বরিশাল শহরের কাশিপুর গরিয়ারপাড়, রহমতপুর, উজিরপুরের ইচলাদি, জয়শ্রী, গৌরনদীর বাটাজোর, মাহিলারা, গৌরনদী বাস টার্মিনাল, টরকী, বার্থী, এলাকা পার হতে ভোগান্তির শেষ থাকে না। আবার বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যেতে নথুল্লাবাদ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চরম ভোগান্তি পোহাতে হয়। এসব মহাসড়কে যারা থ্রি হুইলার চালান তাদের যে আচরণটি সব থেকে ভয়ের, সেটি হলো-আকস্মিক যানবাহন ঘুরিয়ে ফেলা, সড়কের মাঝে চলে আসা নয়তো সাইড লেন থেকে আকস্মিক মহাসড়কে উঠে আসা। আর এ সময় পরিবহন চালকরা আকস্মিক ব্রেক দিলে গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে ঘটে মারাত্মক দুর্ঘটনা। আমরা অনেকবার এ নিয়ে প্রশাসনকে অবগত করলেও তারা আমাদের এ কথার ভ্রুক্ষেপ করে না। আমাদের দাবি আমরা যে বাস চালাই তা বৈধ, থ্রি হুইলারের মত এ অবৈধ গাড়ি মহাসড়কে আর চলাচল করতে পারবে না। 

তবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। 

এদিকে বেলা ১২ টার পর থেকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকায় দূরের যাত্রীরা স্বস্তিতে রয়েছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মহাসড়ক-থ্রি হুইলার বন্ধের দাবি   বাস শ্রমিকদের কর্মবিরতি   বরিশাল বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close