ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নবীনগরে অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ পিএম  (ভিজিট : ৩৭৮)
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদকে বহিরাগত ও সন্ত্রাসী দ্বারা জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার চেষ্টা এবং বিদ্যালয়ে আসতে বাঁধা প্রদানের প্রতিবাদে ছাত্রসমাজের মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মিছিলটি শ্যামগ্রামের প্রদান প্রদান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ, ফারজানা আক্তার জিমি, নুসরাত জাহান, প্রভা ইসলাম প্রমুখ। 

এছাড়া মানববন্ধনে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ স্যারের বিরুদ্ধে যাওয়ার জন্য ওরা আমাদেরকে জোর করেছে। ক্লাসের সময় ক্লাস বন্ধ করে বলে যে মোস্তাক স্যারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমরা কোন বহিরাগত সন্ত্রাসীকে শ্যামগ্রাম স্কুল এন্ড কলেজে যায়গা দিব না, এই কলেজের শিক্ষার্থীরা ঠিক করবে কোন স্যার থাকবে বা না থাকবে। কোন বহিরাগত সন্ত্রাসীদের ঠাঁই দেওয়া হবে না।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ-শিক্ষার্থীদের মানববন্ধন   নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close