ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে সেনাবাহিনীর গো-খাদ্য বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৪ পিএম  (ভিজিট : ২২২)
কুমিল্লার মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহায়তা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সেনাবাহিনীর একটি টিম উপজেলার খিলা ইউনিয়নে শাহপরান ডেইরি ফার্ম, ইলিয়াস ডেইরি ফার্মসহ বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজন খামারিদেরকে এ গো-খাদ্য সহায়তা প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মমিনুর রহমান, খামার মালিক মো. শাহপরাণ, ইলিয়াস পাটোয়ারী। 

পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত খামারিদের পরবর্তীতে আরও গো-খাদ্য সহায়তা প্রদানের কথা জানান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। 

প্রসঙ্গত, এরআগে উপজেলার লক্ষণপুর ইউনিয়নে তানভীর ডেইরি এন্ড এগ্রো ফার্ম, রোকেয়া গরু খামার, লিটন এগ্রো ফার্মসহ বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজন প্রান্তিক খামারিদেরকে গো-খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সময়ের আলো/আরআই

                                                                                                                                                                                                     
  


আরও সংবাদ   বিষয়:  বন্যায় ক্ষতিগ্রস্ত খামারি-গো-খাদ্য বিতরণ   সেনাবাহিনী   মনোহরগঞ্জ-কুমিল্লা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close