ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে শিক্ষার বৈষম্য দূরীকরনের দাবিতে স্মারকলিপি প্রদান
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫১ এএম  (ভিজিট : ৭১৬)
শিক্ষার বৈষম্য দূরীকরনে জাতীয়করণের দাবিতে "বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ" এর দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মো. তোফায়েল ইসলাম মহোদয় এবং চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর-উল-নাসীফ বরাবর এম.পি.ওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে শিক্ষক সমন্বয়কগণ স্মারকলিপি প্রদান করেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) এই স্মারকলিপি প্রদানকালে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোঃ তানজিম হোসাইন বলেন, শিক্ষার সকল বৈষম্যের একমাত্র সমাধান, জাতীয়করণ। শিক্ষা জাতীয়করণে উপকৃত হব শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা করে তাদের জীবনমান উন্নয়ন করতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক: মোঃ তানজিম হোসাইন। চট্টগ্রাম জেলা সমন্বয়ক মো. উসমান আলী, উপজেলা সমন্বয়ক জাসেদুল আলম, শামসুল আলম, গোলাম আজম, ইয়াকুব হোসেন, হোসাইন ফারুক, আব্দুল করিম, মো, হানিফ প্রমুখ।

বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ ঢাকায় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, ৮ জন বিভাগীয় প্রশাসক এবং জেলা প্রশাসক বরাবর একযোগে স্মারকলিপি প্রদান করেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close