ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ড্রেজার যেন আড়িয়ল বিলে আর না আসে, পরিবেশ উপদেষ্টার হুশিয়ারি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৩ পিএম  (ভিজিট : ১৪৪)
দেশের মৎস্য ও কৃষি ভাণ্ডার বলে পরিচিত আড়িয়ল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক আবু জাফর রিপনের সভাপতিত্বে এ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান আড়িয়ল বিলটি রক্ষা করার ব্যাপারে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রশাসনের কাজটা কি? ড্রেজার দিয়ে বালু ভরাট হচ্ছে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জানেনা এটা হতে পারেনা।’ 

তিনি এ সময়ে জেলা ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়ে বলেন, ‘ড্রেজার যেন আড়িয়ল বিলে আর না আসে।’

এদিকে একই সভায় শিল্প, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, যে আন্দোলনের মাধ্যমে পরিবর্তনটা এসেছে, সে পরিবর্তনটা যেন স্বাভাবিক ভাবেই থাকে। যেন বাংলাদেশের মানুষ এই অবৈধ ভূমি দস্যুদের আক্রমণ ও বালি ফেলে দখল করে নেওয়া পরিপূর্ণ ভাবে উঠে যেতে পারে। আমরা এটি শুরু করে দিয়ে যেতে চাই। 

এসময়ে সরকারের দুই উপদেষ্টা আড়িয়ল বিল রক্ষার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের নানা পদক্ষেপ নেওয়া কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, হাওর ও জেলা ভূমি অধিদপ্তরের মহাপরিচালক আক্তারুজ্জামান, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মৎস্য-কৃষি ভাণ্ডার-আড়িয়ল বিল   পরিবেশ উপদেষ্টা-রেজওয়ানা হাসান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close