ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ছাত্র ও নাগরিক মতবিনিময় সভা সমন্বয়ক সারজিস আলম
ছাত্র-জনতার ওপর মানুষের আস্থা রয়েছে, রাজনৈতিক দলগুলোর ওপর নেই
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২১ পিএম  (ভিজিট : ১৭৮)
বাংলাদেশের এই ছাত্র-জনতার ওপর বর্তমান মানুষের যে আস্থাটি রয়েছে, দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর ওপর মানুষের ওই আস্থাটি নেই। এই যে, আপনাদের ওপরে বাংলাদেশের এত এত মানুষরা আস্থা রেখেছে, এখন সময় এসেছে তাদের আস্থার প্রতিদান দেওয়া।

গুরুত্বপূর্ণ বিষয় যে, যারাই ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, তারা কখনো চাইবে না আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, সেভাবে আপনারা আবার ঐক্যবদ্ধ হয়ে উঠুন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র ও নাগরিক মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের আরও বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে এবং সবশেষে গণঅভ্যুত্থানে যেভাবে আমার বোনের ওপর নির্যাতন করেছে, আমাদের ভাই-বোনদের বুলেট দিয়ে মেরেছে, রাস্তার পশুপাখির মত মানুষ হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ময়লার স্থূপে নিয়ে গিয়েছে, ওই ডকুমেন্টেশনগুলো আপনাদের জীবন্ত রাখতে হবে। ফ্যাসিস্ট সরকার সব সময় চাইবে ওই স্মৃতিগুলো ভুলিয়ে দিয়ে ক্ষমতায় আসতে। আবার আপনাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশে আগামীতে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে তারাও যদি ফ্যাসিস্ট সরকার কায়েম করতে চায়, তারাও চাইবে আপনাদের স্মৃতি থেকে এই ডকুমেন্ট মুছে ফেলতে।

এর আগে বেলা ১১ টার দিকে শহর একটি রেস্টুরেন্টে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। এছাড়া দুর্নীতি চাঁদাবাজি ও নির্যাতন রুখতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন ও রাজনীতি ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তারা।

এসময় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লাহ সালেহী অয়ন, ইব্রাহিম নীরব, মোবাশ্বেরুল হাসান মৃধা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সমন্বয়ক আবদুল তাহরিব রায়হান প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ছাত্র-নাগরিক মতবিনিময় সভা   সমন্বয়ক সারজিস আলম   মুন্সীগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close