ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪৮ পিএম  (ভিজিট : ৮৩৮)
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টস নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস নামে একটি কারখানার ভিতরের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার ভিতরে থাকা মেশিনারীজ ও উপরের সিলিংয়ের আংশিক পুড়ে গেছে। তবে কারখানার নিচ তলায় থাকায় ক্যামিক্যালগুলো আগুন লাগার সাথে সাথে সরিয়ে ফেলায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এই বিষয়ে জানতে এশিয়ান পেইন্টসের এডমিন ম্যানেজার মো. রুহুল আমীন বাবুর মোবাইলে একাধিকবার ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, রোববার সকালে এশিয়ান পেইন্টসের কারখানার ভিতরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রোববার সকালে এশিয়ান পেইন্টস নামক একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরবর্তীতে আমাদের সাথে যোগ দিয়েছেন বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও বলেন, এশিয়ান পেইন্টসের অভিজ্ঞ কর্মকর্তারা আসতেছে। তারা আসলে জানা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close