ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২০ পিএম  (ভিজিট : ৩০০)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার চেষ্টা করবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে। যাতে সত্যিকারের মুক্তিযোদ্ধারা সম্মানিত হন। সবাই যেন তাদের যুদ্ধের অবদান স্মরণীয় করে রাখে।

শনিবার (৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ উপজেলার আলাপুরে ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাধ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, এখন আর আগের মত সংসদ সদস্য কিংবা উপজেলা চেয়ারম্যান নেই যে, তাদের খেয়াল খুশিমতো প্রকল্প করতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় যারা বসবাস করেন তাদের সাথে পরামর্শ করে নতুন প্রকল্প তৈরি করবেন। সাধারণ মানুষের যেন উন্নয়নের সুফল পায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারো খেয়াল খুশিতে প্রকল্প করা যাবে না। আমরা কারো খেয়াল খুশিতে কাজ করব না। দেশের মানুষ পরিবর্তন করেছে, তাই মানুষের কল্যাণের আমরা জন্য কাজ করব। এসময় তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। 

তিনি আরও বলেন, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পুনর্বাসনের জন্য বিভিন্ন কমিটি কাজ করছে। দেশ গঠনে সকল নাগরিক যেভাবে এগিয়ে এসেছে, আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।

পরিদর্শনকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  প্রকৃত মুক্তিযোদ্ধা-তালিকা প্রণয়ন   উপদেষ্টা ফারুক-ই-আজম   হবিগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close