ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৩ পিএম  (ভিজিট : ৭৬২)
রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে নন্দনহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃন্ময় বর্ম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই এলাকায় ব্র্যাক ব্যংকের একজন এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজের ঘাগোয়া গ্রামের বিষ্ণুপদ বর্মের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃন্ময় পদ বর্ম নওগাঁ থেকে মোটরসাইকেল যোগে রাজশাহী অফিসে মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোহনপুর উপজেলার নন্দনহাটি নামক স্থানে পৌঁছালে সামনের চলন্ত অটো গাড়ির আকষ্মিকভাবে ব্রেক করে। এসময় মৃন্ময় বর্ম তার মোটরসাইকেলের ব্রেক কষে রাস্তার পড়ে যান। এমতবস্থায় পেছনে থাকা দ্রূতগামী ড্রাম ট্রাকের পেছন চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং মোটরসাইকেল উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাম ট্রাক জব্দ করে। তবে এঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মোহনপুর থানার ওসি সোহেব খাঁন জানান, দুর্ঘটনায় বিষয়ে থানায় মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close