ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

৪ দাবি আদায়ে পটুয়াখালী পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫০ পিএম  (ভিজিট : ২৪০)
কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ ‘ক্রাফট ইন্সট্রাক্টর’দের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বে-আইনি ভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফেরত এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অপর একটি স্মারকলিপি পেশ করেন শিক্ষার্থীরা। 

স্মারকলিপিতে উল্লেখিত শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সুমন তালুকদারকে আগামী ০১ (এক) কার্যদিবসের মধ্যে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

২. সুমন তালুকদারের সাথে ষড়যন্ত্রে যারা যুক্ত আছে তদন্তের পরিপ্রেক্ষিতে সকলকে চাকরি থেকে বহিষ্কার করে যথোপযুক্ত শান্তির ব্যবস্থা করতে হবে।

৩. সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের সাময়িক বরখাস্ত করতে হবে।

৪. জুনিয়র ইনস্ট্রাক্টরদের নিয়োগের ওপর আরোপিত অবৈধ মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট   শিক্ষার্থীদের মিছিল-স্মারকলিপি প্রদান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close