ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ছাত্র-জনতার ওপর হামলা
নবাবগঞ্জে ৪২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ এএম আপডেট: ০৫.০৯.২০২৪ ১১:১৫ এএম  (ভিজিট : ২৩৯)
ঢাকার নবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি, হামলা, মারপিটের অভিযোগে নবাবগঞ্জ থানায় ফের ৪২ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। উপজেলার কোমরগঞ্জ গ্রামের মো. আক্কাস মিয়া বাদী হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নবাবগঞ্জ থানায় এ মামলা রজু করেন।

মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশকে প্রধান আসামি করে ৪২ জনের নামসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। নবাবগঞ্জ থানা মামলা নং-০৪।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১ দফা আন্দোলন আদায়ের জন্য কোমরগঞ্জ যাত্রী ছাউনির সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ অবস্থান নেয়। এসময় আসামিরা আগ্নেয়াস্ত্র, গান পাউডার, ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। হামলাকারীদের হাতে থাকা শর্টগান দিয়ে ছাত্র-জনতার উপর গুলি ছোড়ে। আমি দৌড়ে যাত্রী ছাউনির পাশে আমার ফার্নিচারের দোকানে প্রবেশ করি। হামলাকারী কয়েকজন আমার দোকানে ঢুকে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা লুটে নেয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীসহ আমাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আমার অবস্থা গুরুতর অবস্থা দেখে মিটফোর্ড হাসপাতালে পাঠান। চিকিৎসা ও আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হলো।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল গণমাধ্যম কর্মীদের মামলার সত্যতা নিশ্চিত করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ছাত্র-জনতার আন্দোলন-গুলি   হামলা-মামলা-আসামি   দোহার-নবাবগঞ্জ   ঢাকা বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close