ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হাতীবান্ধায় অস্ত্র জমা দিলেন লাইসেন্সধারীরা
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৪ পিএম  (ভিজিট : ৪৭২)
লালমনিরহাটের হাতীবান্ধায় বৈধ অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার শেষদিন (৩ সেপ্টেম্বর) পর্যন্ত ৭টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল কুমার মোহন্ত।

উপজেলায় মোট লাইসেন্সকৃত অস্ত্র ছিলো ২৫টি। এরমধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পযন্ত যে ৭টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স করা হয়েছে সেগুলো জমা পড়েছে। আর বাকি ১৮টি অস্ত্র ২০০৯ সালের পূর্বে লাইসেন্সকৃত। 

পুলিশ সূত্রে জানা যায়, হাতীবান্ধায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের জমা দানকারীরা হলেন- উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের মোতলেবুর রহমান, বড়খাতা ইউনিয়নের আবু হেনা মোস্তফা কামাল মিন্টু, বোনচৌকি এলাকার আব্দুল হালিম, ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানীর হাফিজ আলী, পূর্ব সিন্দুর্না এলাকার সার্জেন্ট মহসিন খন্দকার, ফকিরপাড়া ইউনিয়নের আলতাফ হোসেন এবং একই এলাকার অনন্ত কুমার রায়। 

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তবে এর আগে দেয়া অস্ত্রের লাইসেন্স বহাল আছে৷ তাদের আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে না৷ 

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল কুমার মোহন্ত বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে ৭টি অস্ত্র বেসামরিক নাগরিকদের লাইসেন্সকৃত ছিলো তারা জমা দিয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। 

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close