ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শেখ সোহেলের বিরুদ্ধে ৬০ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে মামলা
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম  (ভিজিট : ২৪৮)
সাবেক প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বিসিবির পরিচালক শেখ সোহেলের বিরুদ্ধে ৬০ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে মামলা করেছে এক ঠিকাদার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে এ মামলা দায়ের করেন শেখ শহিদুল ইসলাম নামে এক ঠিকাদার। 

এ মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিসুজ্জামানকেও আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে গত ২৪ এপ্রিল শেখ সোহেলের নির্দেশে কিছু সন্ত্রাসী বাহিনী বুকে পিস্তল ঠেকিয়ে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। ঠিকাদার শহিদুল ভয়ে তাদেরকে ব্যাংক থেকে টাকা তুলে ৪০ লক্ষ টাকা পরিশোধ করেন, বাকি ২০ লক্ষ টাকা নগদ দিয়েছেন বলে এজাহারে উল্লেখ্য করেছেন।

এসব বিষয়ে জানার জন্য শেখ সোহেলকে মোবাইল করলেও তা বন্ধ পাওয়া যায়।  

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  শেখ সোহেল-চাঁদাবাজি   আদালতে মামলা   খুলনা বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close