ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটে ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২০ পিএম  (ভিজিট : ২০৪)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেল ষ্টেশনে আন্তঃনগর ট্রেন করতোয়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ জনতা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে আসা করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বিকেলে বাউরা স্টেশনে পৌঁছলে ট্রেনটি আটকে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এ সময় ট্রেনে যাতায়াতকারী যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েন।

ট্রেনটির যাত্রা বিরতির ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থী রুশো বসুনিয়া বলেন, পার্শ্ববর্তী স্টেশন সি গ্রেড সেখানে যাত্রা বিরতি দেয় অথচ বাউরা স্টেশনটি বি গ্রেডের এখানে আন্তঃনগর এ ট্রেনটির যাত্রাবিরতি নেই। আমরা এখানেও যাত্রা বিরতির দাবি করছি।

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম বলেন, বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  যাত্রাবিরতির দাবি-ট্রেন আটক   লালমনিরহাট  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close