ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

বন্যার পর নোয়াখালীতে সাপের উপদ্রব, চিকিৎসা নিয়েছেন ৩০০ বানভাসি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০২ পিএম  (ভিজিট : ৩১২)
নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। এ পর্যন্ত সাপের কামড়ে আহত হয়ে প্রায় ৩০০ মতো বানভাসি চিকিৎসা নিয়েছেন।  

সূত্রে জানা যায়, নোয়াখালীর ৮টি উপজেলা বন্যাকবলিত হয়। অনেক এখনো জায়গায় হাঁটু পরিমাণ পানি রয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জেলার সদর, কবিরহাট, সুবর্ণচরসহ প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে প্রায় ৩০০ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।  

নোয়াখালীর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, বন্যাকবলিত এলাকার মাঠে-ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৩০০ শতাধিক মানুষ সাপরে কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। পানি পুরোপুরি নেমে গেলে সাপরে উপদ্রব আরও বেড়ে যাবে। এ অবস্থায় সকলকে আরও সজাগ হওয়ার পরামর্শ দেন তিনি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্যা পরিস্থিতি-সাপের উপদ্রব   সাপের কামড়-বানভাসি   নোয়াখালী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close