ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির টিম গঠন
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৪ পিএম  (ভিজিট : ১৭৮)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম তদারকির জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি অঞ্চলে ১০ টি টিম গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির গঠিত এই টিম মশক নিধন কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তার সাথে সমন্বয়পূর্বক দশটি অঞ্চলের আওতাধীন ওয়ার্ড সমূহে মশক নিধন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।

এছাড়াও, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম মনিটরিং করার জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণের সমন্বয়ে অঞ্চলভিত্তিক পরিদর্শন টিম গঠন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং আকষ্মিক ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ কার্যক্রম তদারকির লক্ষে ১০টি অঞ্চলের জন্য ৫ টিম গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। 

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close