ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৬ পিএম  (ভিজিট : ১৭০)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) এলাকায় ও ১১টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জহিরুল ইসলাম (২৫) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (পশ্চিমপাড়া) এলাকার আমির খানের ছেলে ও নাসির ভূঁইয়া (৫১) নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের আব্দুর রউফ ভূইয়ার ছেলে।

সরাইল থানার ওসি মো. সোহাগ রানা জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের (মধ্যপাড়া) সুমন মিয়ার রিকশার গ্যারেজে জহিরুল রিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। এ সময় গ্যারেজের মাটিতে পরে থাকা বিদ্যুতের তার অসাবধানতা বশত জহিরুলের বাম পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি নূরে আলম জানান, উপজেলার কুলিকুন্ডা গ্রামের নাসির ভূঁইয়ার বসত ঘরের বৈদ্যুতিক পাখার সুইচে সমস্যা ছিলো। সকালে নাসির ভূঁইয়া বৈদ্যুতিক পাখার সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট-মৃত্যু   ব্রাহ্মণবাড়িয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close