ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সমন্বয়কের ‘ছড়াছড়ি’ সাতকানিয়ায়
প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১০ পিএম  (ভিজিট : ৩২৬)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে সরকার পতনের পর সমন্বয়কের ‘পরিচয়দাতা’ বেড়েছে সাতকানিয়াজুড়ে। উপজেলার বিভিন্ন এলাকায় অনেকে নিজেরা নিজেদের মতো করে সমন্বয়ক টিম গঠন করছেন। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের সরব উপস্থিতিও জানান দিচ্ছেন সবখানে। হঠাৎ করে ‘বনে’ যাওয়া এসব সমন্বয়কের কাজে অনেকে বাহবা দিলেও ‘বিতর্কিত’ কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ‘ঐতিহাসিক অর্জন’ প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন কেউ কেউ।

জানা গেছে, সাতকানিয়া উপজেলায় অনেকে নিজেকেই সমন্বয়ক পরিচয়ে কমিটি করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। এতে কারো কারো বাহবা পেলেও অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয়রা বলছেন, ক্ষণে ক্ষণে একাধিকজন এসে সমন্বয়ক পরিচয় দিচ্ছেন। দোকানে দোকানে সব পণ্যের দাম নিয়ে জিজ্ঞেস করছেন। অনেক জায়গায় আবার দাম কমানোর ‘আল্টিমেটাম’ দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বাড়াতে ভয় লাগে।

দক্ষিণ চট্টগ্রামের এ জনপদে অসংখ্য সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মারফতে জানা গেছে, উপজেলা ভিত্তিক কোনো ধরণের সমন্বয়ক নির্ধারণ করা হয়নি।    

এ বিষয়ে যোগাযোগ করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সময়ের আলোকে বলেন, বিভিন্ন জায়গায় সমন্বয়কের ছড়াছড়ির কথা শুনছি। আমরা উপজেলা ভিত্তিক কোনো ধরনের সমন্বয়ক ঘোষণা করিনি। সাতকানিয়ায় যারা সমন্বয়ক পরিচয় দিচ্ছেন তারা ভুয়া।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ভুয়া সমন্বয়ক   সাতকানিয়া-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close