ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মাছের ঘের, বীজতলা, শাকসবজি, আখের ব্যাপকক্ষতি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৮:১৫ পিএম  (ভিজিট : ২৫২)
কয়েকদিনের অতি বৃষ্টির কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের মতলব উত্তরের ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় হাঁটু পানিতে ডুবে গেছে সড়ক। অলিগলি-বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি।

বৃষ্টির পানিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বিভিন্ন বিলের ফসলি জমি, মৎস্য প্রজেক্ট, বনায়ন প্রকল্প, ঘরবাড়িসহ বিভিন্ন স্থানে হাঁটু পানিতে তলিয়ে যায়। প্রকল্পের নিন্মাঞ্চলের সড়কে পানি ওঠার কারণে শত শত পরিবার পানিতে আটকা পড়ে। এতে অনেক কষ্ট করে লোকজন চলাচল করে।

শুধু তাই নয়, প্রকল্পের নিচু এলাকায় রোপা আমন ও বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

কয়েকদিনের প্রবল বর্ষণে উপজেলার নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যত্রতত্র বাড়িঘর নির্মাণ, এমনকি ছোট ছোট খালে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করায় বৃষ্টি হলেই সেচ প্রকল্প জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, অতিবৃষ্টির কারণে সেচ প্রকল্পের মরাদোন, ঝিনাইয়া, মিঠুর কান্দি ব্রাক্ষনচক, সুজাতপুর, আদুরভিটি, ঠাকুরচর, ওটার চর, পাঁচআনী, মাথাভাঙা, হানিরপাড়, নাউরী, আমিয়াপুর, সাদুল্লাপুর, দুর্গাপুর, জীবগাও, কালিপুর, কৃষ্ণপুর, নয়াকান্দি বিলসহ বিভিন্ন বিল ডুবে গেছে।

এসব বিলের মাছের ঘের ভেসে পানিতে একাকার হয়ে গেছে। বেরিয়ে গেছে কোটি কোটি টাকার মাছ। সবজি ক্ষেতগুলো ভাসছে পানিতে।

মৈষাদী গ্ৰামের আলী আকবর মাষ্টার বলেন, অতিবৃষ্টির কারণে ভেসে গেছে মাছের ছোট বড় ঘের ও পুকুর। তলিয়ে গেছে বীজতলা সহ অন্যান্য ফসল। ফলে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

সাদুল্যাপুর গ্ৰামের সঞ্জীব বর্মন বলেন, অতি বৃষ্টির কারণে আমার ৫টি পুকুরের মাছ ভেসে গেছে।

ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার বলেন, যত্রতত্র খালে জালদিয়ে বেড় দেওয়া, অপরিকিল্পিত ঘরবাড়ি নির্মাণ ও সরকারি খালগুলো দখলের ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভেস্তে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নিচু এলাকা অতি বৃষ্টির কারণে তলিয়ে গেছে। এতে অনেক পুকুর আইল তলিয়ে মাছ ভেসে গেছে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ বলতে পারবোনা।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে ৯১১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তন্মধ্যে আমন বীজতলা ৬৫ হেক্টর, আমন আবাদ ২১৯ হেক্টর, আউশ আবাদ ৪৭০ হেক্টর ও সবজি ১৫৪ হেক্টর।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একি মিত্র চাকমা জানান, বৃষ্টির কারণে তলিয়ে যাওয়া এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close