ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

‘বিচারাঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সকল অপরাধীর বিচার হবে’
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:৪৩ পিএম  (ভিজিট : ১৯২)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচারাঙ্গনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সকল অপরাধীর বিচার হবে। কেউ পার পাবে না। অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু যারা সীমালঙ্ঘন করছে তারা এই স্বাধীনতার শত্রু। কেউ তাদেরকে সহিংসতা করার কোন সুযোগ দিবেন না। যে কোন মূল্যে প্রতিহত করুন। কারো সম্পদ নিয়ে টানাটানি কাপুরুষতা।’

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জে গ্রিন গার্ডেন চাইনিজে জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাৎ বরণকারী নারায়ণগঞ্জ ৪০ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ও কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ  মহানগরী আমীর মুহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মাওলানা মঈন উদ্দিন আহমদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, প্রিন্সিপাল ডাক্তার মোহাম্মদ ইকবাল হুসাইন ভূঁইয়া ইসলামিক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় পরিচালক, মাওলানা আব্দুল কাইয়ুম নায়েবে আমির নারায়ণগঞ্জ মহানগরী জামায়তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান বলেন, ‘শহীদেরা যে জন্য জীবন দিয়েছেন, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। অতীতে কে কি করলো, তা নিয়ে প্রতিশোধ পরায়ণ না হই। সবাইকে আল্লাহ তায়ালা হেদায়েত দান করুন। ন্যায় ও ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্ঠায় হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। আমরা ক্ষমতার মসনদের জন্য রাজনীতি করি না। এটা আমাদের দায়িত্বের অংশ।’

আমীরে জামায়াত বলেন, ‘রাজনীতিতে ভাগাভাগি নয়। এই মুহূর্তে আমরা চারটা কাজ করছি। প্রথম কাজ হচ্ছে- সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয় কাজ হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দোয়া নেয়া। তৃতীয় কাজ হচ্ছে- যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের পাশে দাঁড়ানো। চতুর্থ কাজ হচ্ছে- আগামীর বাংলাদেশ বিনির্মাণে আল্লাহর সাহায্য চাওয়া।’

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। আমীরে জামায়াত ৪০ জন শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close