ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ফারাক্কার গেট খুললেও পদ্মায় বাড়েনি পানি, আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬:০৪ পিএম  (ভিজিট : ১৭৪)
ফারাক্কা ব্যারাজের সবগুলো গেট ভারত খুলে দিলেও পদ্মা নদীতে পানি বাড়েনি। ভারতের গঙ্গা নদীতে থাকা ফারাক্কা বাঁধের সব গেট গতকাল সোমবার (২৬ আগস্ট) খুলে দেয়ার পরও কমছে পদ্মার পানি। গেট খুলে দেওয়ার খবরে রাজবাড়ীসহ পদ্মাপাড়ের সব অঞ্চলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে পানির উচ্চতা ৮ দশমিক ২০ মিটার হলে বিপৎসীমা ধরা হয়। বর্তমানে পদ্মা নদীর এই পয়েন্টে পানির উচ্চতা রয়েছে ৬ দশমিক ৯০ মিটার। পদ্মার পানি বিপৎসীমা স্পর্শ করতে এখনো ১ মিটারেরও বেশি বাড়তে হবে। 

উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসের মাঝামাঝিতে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল।

পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ ঘাট পয়েন্টের পানি পরিমাপক মো. ইদ্রিস আলী জানান, গতকাল সোমবার (২৬ আগস্ট) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে।

তিনি আরও জানান, এখানে ফারাক্কা খুলে দেয়ার প্রভাব সাধারণত দুইদিন পরে পরিলক্ষিত হয়। কারণ পানি আসতে কিছুটা সময় লাগে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ফারাক্কার গেট-পদ্মাপাড়ে আতঙ্ক-পদ্মার পানি   গোয়ালন্দ-রাজবাড়ী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close