ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৫:২০ পিএম  (ভিজিট : ১৬৮)
মিথ্যা তথ্যপ্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মোছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। পরবর্তীতে মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজ করে দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, বর্তমানে দেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত সফলতা ভিন্ন খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের রক্ষা করে পুর্নবাসনের উদ্দেশ্যে রোকেয়া প্রাচী বাংলাদেশের কোনো মিডিয়ায় বক্তব্য বা সাক্ষাৎকার না দিয়ে গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভারতের মিডিয়ায় আক্রমণাত্মক, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাক্ষাৎকার ও বক্তব্য দেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে চেয়েছিলেন।

সময়ের আলো/এম 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close