ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে শিল্পী সমিতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৪:৪৯ পিএম  (ভিজিট : ১৫৮)
বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বন্যার্তদের সহায়তার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করছে তারা। ‘মানুষ মানুষের জন্য’ ব্যানারে গতকাল থেকে সমিতির অফিসে শুরু হয়েছে চলচ্চিত্রের শিল্পীদের এই কার্যক্রম। 

সমিতির সহসভাপতি ডিএ তায়েব বলেন,‘যেকোনো দুর্যোগে শিল্পীরা সব সময় এগিয়ে আসে। এবারও অনেকেই ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছে। সমষ্টিগতভাবে সহযোগিতার উদ্দেশে আমাদের এই উদ্যোগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বন্যাদুর্গত এলাকায় অনেকেই বাড়িছাড়া হয়েছেন, অনেকে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ।’ 

এ ছাড়া বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত ‘জীবনসংগ্রামের ছবি’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি। ৩০ আগস্ট শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত উন্মুক্ত মঞ্চে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৫টি স্বল্পদৈর্ঘ্য নিয়ে সাজানো এই চলচ্চিত্র প্রদর্শনীকে ভাগ করা হয়েছে চারটি সেশনে। সন্ধ্যা সাড়ে ৬টায় ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’ দিয়ে শুরু হবে আয়োজন। এরপর এই সেশনে দেখানো হবে ফুয়াদ নাসেরের সিনেমা ‘হাওয়ার টানে’, গোলাম রাব্বানীর ‘আনটাং’, এ কে এম জাকারিয়ার ‘ইতি ছালমা’, মাশরুর পারভেজের ‘ইউর আইস’ ও কামরুল আহসান লেনিনের ‘ঘরে ফেরা’। ‘আনটাং’ সিনেমার নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘এটা কোনো উৎসব নয়। আমরা সবাই এক হয়েছি বন্যার্তদের জন্য কিছু করার লক্ষ্যে। 

যারা সিনেমা দেখতে আসবেন তাদের প্রতি আহবান থাকবে, যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে এগিয়ে আসবেন।’

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close