ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ
মিরসরাইয়ে কমছে পানি, বানভাসিদের জন্য হচ্ছে অস্থায়ী হাসপাতাল
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১১:৩৮ পিএম  (ভিজিট : ৩০৬)
চট্টগ্রামের মিরসরাইয়ে কমতে শুরু করেছে বানের পানি। এতে বন্যাকবলিত সবগুলো এলাকার সড়ক এতদিন পানির নিচে থাকলেও সোমবার (২৬ আগস্ট) কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক থেকে পানি নেমে গেছে। এতে বন্যাদুর্গত এলাকার সঙ্গে সহায়তাকারীদের যোগাযোগ কিছুটা বেড়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা বানভাসি মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

জানা গেছে, গত বুধবার (২১ আগস্ট) থেকে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ১৬৫টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় দুই লাখ লোক কার্যত পানিবন্দী হয়ে পড়ে। গতকাল (রোববার) দিবাগত রাত থেকে এখানকার করেরহাট, হিঙ্গুলী, ধুম, ওচমানপুর ও জোরারগঞ্জ ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। এতে এসব এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল করতে পারছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া বানভাসি মানুষ এসব এলাকায় বাড়ি ফিরতে শুরু করেছে তবে কাঁচা ও মাটির ঘরের বাসিন্দারা এখনো বাড়ি ফিরতে পারছেন না।

বন্যার সর্বশেষ পরিস্থিতি তথ্য জানিয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন সন্ধ্যার পর জানান, ফেনী নদীর পানির উচ্চ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসায় উপজেলার বন্যাকবলিত কয়েকটি ইউনিয়নে পানি কমতে শুরু করেছে। এখানকার গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক থেকেও পানি নেমে গেছে। গত রোববার উপজেলার ৭৯টি আশ্রয়কেন্দ্রে ২০ হাজারেরও বেশি বানভাসি মানুষ আশ্রয় নিলেও আজ (সোমবার) বিকেল পর্যন্ত এটি দাঁড়িয়েছে ১০ হাজারে। কারণ পানি কমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। 

এদিকে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে সাগরে মাছ ধরতে গিয়ে মো. জাকির হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ১৬ নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে সাগরের কিনার থেকে উদ্ধার করে মিরসরাই সদর এলাকার মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার গোলাম মোর্শেদ অভি জাকির হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মিরসরাইয়ে বন্যাদুর্গত এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিতে মিরসরাইতে দুইটি অস্থায়ী হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে  সেনাবাহিনী। 

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যার পর মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন জানান, বানভাসি মানুষকে চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার সোনাপাহাড় এবং বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি অস্থায়ী হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছেন। এখানে প্রতিদিন ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বানভাসি মানুষকে চিকিৎসা সেবা দিবেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্যা পরিস্থিতির উন্নতি   আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ   মিরসরাই-চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close