ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাতে আসলেন আশ্রয়কেন্দ্রে, সকালে হলেন লাশ
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০:২৬ পিএম  (ভিজিট : ১৮০)
লক্ষ্মীপুরে আশ্রয়ণকেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে মারা যান তিনি। ধারণা করা হচ্ছে ঠাণ্ডাজনিত কারণে স্ট্রোক করে মারা গেছেন এই বৃদ্ধ।

নিহত আব্দুল মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার (২৫ আগস্ট) বিকেলে মালেকসহ তার পরিবার আশ্রয়ণ কেন্দ্রে আসেন। রাতে বৃষ্টি ছিল। আব্দুল মালেক অ্যাজমা রোগী ছিলেন। এতে ঠাণ্ডাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ (সোমবার) ভোরে মারা যান তিনি।

মালেকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে পানি। এজন্য আমরা আশ্রয়ণ কেন্দ্রে এসেছি। ধারণা করা হচ্ছে ঠাণ্ডাজনিত কারণেই আমার বাবা মারা গেছেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বন্যা পরিস্থিতি-আশ্রয়কেন্দ্রে মৃত্যু   লক্ষ্মীপুর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close