ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পরিত্যক্ত ঘরে মিলল ৮৫০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৮:৪৪ পিএম  (ভিজিট : ২১৬)
রাজশাহী বাঘা উপজেলা থেকে ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার ও তাদের দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো- বাঘার আলাইপুর মধ্যপাড়া এলাকার শওকত আলীর ছেলে রুবেল ইসলাম (৩২) ও বারোশিপাড়ার আরমান আলীর ছেলে সোহেল রানা (৩০)।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা জানতে পারে, বাঘার আলাইপুর মধ্যপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী হাছেনা বেগমের বাড়িতে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর অভিযানিক দল হাছেনা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে রুবেল ইসলাম ও সোহেল রানকে গ্রেফতার হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ঘর থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

গ্রেফতারদের বাঘা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ফেনসিডিল জব্দ-মাদক কারবারি গ্রেফতার   রাজশাহী বিভাগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close