ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

'ভারত শত্রুতা করেই বাঁধ খুলে দিয়েছে'- যুবদল সভাপতি মুন্না
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৩:৪৬ এএম  (ভিজিট : ২৭৮)
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দিক নির্দেশনা মোতাবেক লক্ষ্মীপুর জেলা যুবদলের উদ্যোগে খাদ্য ও ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন 'এই বন্যা ভারতের পরিকল্পিত, বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা করেই বাঁধ খুলে দিয়েছে তারা'

রবিবার (২৫ আগস্ট) দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুর জেলা যুবদলের আয়োজনে রায়পুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় রায়পুর উপজেলা ও পৌরসভায় পানিবন্দি ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচীব আব্দুল আলিম হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এমরান হোসেন, নূরে হেলাল মামুন, ইকবাল হোসেন পাটোয়ারী, সুজন পাটোয়ারী, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, বিএনপি নেতা আবুল হাসেম পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা ভিপি নজরুল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, যুবদল নেতা আনিসুল হক, কৃষক দল নেতা কাউছার মোল্লা, নুরুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার ফয়সাল, সাবেক যুবদল নেতা আব্দুল লতিফ মিঝি ও ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

জেলা যুবদলের খাদ্য ও ত্রান বিতরণ এবং কেন্দ্রীয় নেতার আগমনকে ঘিরে সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আকবর হোসেন আরমান এর ডাকে  ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রায়পুর উপজেলা ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিলসহ রায়পুর বাসস্ট্যান্ডে গণ-জমায়েতের সৃষ্টি হয়।

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close