ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

জলাবদ্ধতা নিরসন দাবিতে ত্রিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১১:০৪ পিএম  (ভিজিট : ৩৫৪)
ময়মনসিংহের ত্রিশালে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শতাধিক শিক্ষার্থী। রোববার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামের অলহরী-জয়দা সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। 

এসময় তারা ‘পানি নিষ্কাশনের পথ চাই, নিষ্কাশনের পথে বাধা সৃষ্টিকারীদের শাস্তি চাই’, ‘চলার পথ মসৃণ চাই, জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের বিচার চাই’ বলে স্লোগান দেন।

ভুক্তভোগীরা জানান, অলহরী, জয়দা, দুর্গাপুর, অলহরী মধ্যপাড়া, খারহর, ও মঠবাড়ী গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কয়েক বছর ধরে এ দুর্ভোগ পোহাচ্ছে। চলাচলে সমস্যা হওয়ায় বিভিন্ন স্কুল কলেজের শতশত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে তাদের প্রতিষ্ঠানে চলাচল করছে। বছর তিনেক আগে পাকা রাস্তাটি পুনর্নির্মাণ কাজ শেষ হলেও বর্ষা মৌসুমের পুরো সময় পানি জমে থাকায় তাতে এখন অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। ভাটিতে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে মাছ চাষ শুরু হওয়ার পর থেকেই তাদের এ দুর্ভোগ শুরু। এতে রাস্তায় জমে থাকছে পানি। এখানে বসবাস করা পরিবারগুলো তাদের শিশুসন্তান, বয়স্ক লোকের চলাচল ও যানবাহনে করে মালামাল পরিবহন নিয়ে পড়েছে বিপাকে।

তাদের অভিযোগ, বৃষ্টি হলেই রাস্তার কয়েকশো মিটার জোরে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। মাঝে মধ্যে তা কোমর বরাবর যেয়েও ঠেকে।  কয়েক দিন পর পানি কমলে তা আর চলাচলের উপযোগী থাকে না। এ এলাকায় বসবাস করেন সবাই নিম্ন আয়ের মানুষ। ভুক্তভোগীরা এ ভোগান্তি থেকে মুক্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

বিক্ষোভে অংশ নিয়ে পার্শ্ববর্তী জয়দা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার বলে, ‘হাঁটু পানি মাড়িয়ে আমাদের স্কুলে আসা-যাওয়া করতে হয়। পানির নিচে খানাখন্দ থাকায় অনেক সময় পড়ে গিয়ে জামাকাপড় ও বইখাতা ভিজে যায়। তখন আবার বাড়িতে ফেরত যেতে হয়। যাদের কারণে আমাদের এই অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।’

একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান আনিকা বলেন, ‘আমাদের এলাকাটি বন্যা কবলিত না হলেও আমাদের চলাচলে বন্যার তিক্ত স্বাদ ভোগ করতে হয়। কিছু দুষ্ট মানুষের কারণে আমাদের এই দুর্ভোগ। আমাদের চলাচলের রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘আমরা এলাকাবাসী এ রাস্তার পানি নিয়া ভীষণ সমস্যায় আছি। জন্মের পর দেখিনাই কখনো এই রাস্তায় জলাবদ্ধতা হয়েছে। কতিপয় প্রভাবশালী লোকে পানি নিষ্কাশনের পথ আটকিয়ে এই সমস্যা তৈরি করেছে। না নেওয়া যায় রোগী, না আনা-নেওয়া করা যায় মাছের খাদ্য। ভীষণ সমস্যা হচ্ছে। প্রতিদিনই কোনও না কোনো যানবাহন বিকল হচ্ছে এখানে। শিক্ষার্থীরাও ঠিকমতো আসা-যাওয়া করতে পারছে না। এই বিষয়ে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

জয়দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, ‘আমাদের পাশাপাশি বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এ রাস্তা দিয়ে চলাচল করে। পানি মাড়িয়ে তাদের নিয়মিত আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়। অনেক সময় তাদের বই, খাতা এমনকি পোশাক পরিচ্ছন্ন ভিজে যায়। এতে করে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, দ্রুত এই রাস্তার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল যেন নিশ্চিত করা হয়।’

স্থানীয় ইউপি সদস্য তাফাজ্জল হোসেন বলেন, ‘জয়দা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের চলাচলের একমাত্র পথ এটি। এছাড়া কয়েক গ্রামের হাজারো মানুষ এ পথে চলাচল করে। সবাই খুব দুর্ভোগে আছে। আমি স্থানীয় ভাবে কয়েকবার তাদের বললেও কোন সুরাহা হয়নি। তাই এই সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  পানি নিষ্কাশনে বাধা   শিক্ষার্থীদের বিক্ষোভ   ত্রিশাল-ময়মনসিংহ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close