ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাথাভাঙ্গা নদীতে ভাসছিল নিখোঁজ কৃষকের মরদেহ
প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৮:৩৬ পিএম  (ভিজিট : ১৭৬)
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় নি‌খোাঁ‌জের ২৪ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থে‌কে আব্দুল গাফফার টুলু না‌মের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ আগস্ট) দুপুরে মাথাভাঙ্গা নদী‌তে এক‌টি লাশ ভাস‌তে দেখে স্থানীয় লোকজন ৯৯৯ কল দি‌য়ে সংবাদ দেয়। প‌রে হাট‌ বোয়া‌লিয়া ক‌্যাম্প পু‌লিশ উপ‌স্থিত হ‌য়ে মরদেহ উদ্ধার ক‌রে।

নিহতের মরদেহ ওপরে উঠা‌লে জানা যায় তার নাম আব্দুল গাফফার টুলু (৩৫)। তিনি উপ‌জেলা নগর‌বোয়া‌লিয়া গ্রা‌মের মৃত আফতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গাফফার টুলু মৃগী রোগে আক্রান্ত ছিল। শনিবার (২৪ আগস্ট) দুপুরের পর থেকে নিখোঁজ ছিল। তা‌কে অনেক
খোঁজাখুঁ‌জি ক‌রে পাওয়া যায়নি। আজ (রোববার) দুপুরে নেকআলীর স্ত্রী রেহেনা খাতুন নগর বোয়ালিয়া কারিগরপাড়া মাথাভাঙ্গা নদীতে লাশ ভেসে আছে দেখতে পাই। এরপর গ্রামের লোকজন ছুটে আসে। ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে হাট বোয়ালিয়া ক্যাম্প পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

নিহত টুলুর ভাই বুরহান উদ্দিন গাড্ডু লাশটি তার নি‌খোঁজ ভাইয়ের ব‌লে সনাক্ত করেন।

হাট‌ বোয়া‌লিয়া পু‌লিশ ক‌্যাম্পের টু আইসি আমিনুর ইসলাম জানান, ৯৯৯ কল পেয়ে সঙ্গীয় ফোর্স নি‌য়ে ঘটনাস্থলে যায়। স্থানীয়‌দের সহায়তায় মরদেহ নদী থে‌কে ডাঙ্গায় তোলা হ‌য়ে‌ছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত করলে তা জানা যাবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাথাভাঙ্গা নদী   নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার   আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close