ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গাজীপুরে শ্রমিকদের অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল শুরু
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১০:০৪ পিএম  (ভিজিট : ১৪৬)
গাজীপুরের শ্রীপুরে ঈদের বোনাস, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানো, জোর করে শ্রমিক ছাঁটাই, হাজিরা বোনাস বাড়ানো, ঈদ ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।

শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ করে ঐ কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুইপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। দুর্ভোগে পড়ে কয়েক হাজারো যাত্রী। পরে পৌনে পাঁচ টার দিকে সেনাবাহিনীর সহায়তা যান চলাচল স্বাভাবিক হয়। 

কারখানা সুইং অপারেটর সুলতানা পারভীন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ কোন প্রকার নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে রিজাইন পত্রে স্বাক্ষর নিয়ে ছাটাই করে। আমরা একাধিক বার মৌখিক ভাবে কর্তৃপক্ষের সাথে কথা বললেও কোন প্রকার সমাধান হয়নি।’

অপর অপারেটর নাহিদ মিয়া বলেন, ‘ঈদে মাত্র তিন দিনে ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামূলক কম। আমরা বিষয়গুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের আলোচনা করেও তারা কোন সমাধান দিতে পারেননি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিঃ এর মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইন উদ্দিন বলেন, ‘শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে, এর পূর্বেই তারা কাজ বন্ধ করে মিছিল করে, ভিতরে বেশ কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করে। একপর্যায়ে  মহাসড়কে অবস্থান নেয়।’

ঘটনার পরপরই শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তবে এ বিষয়ে তারা কোন বক্তব্য দিতে রাজি হননি।
সেনাবাহিনীর সদস্য তারাও কোন প্রকার বক্তব্য দেননি। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ   যান চলাচল শুরু   শ্রীপুর-গাজীপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close