ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

হিলিতে ঝাড়ু-ডাস্টবিন নিয়ে স্টেশন পরিচ্ছন্নতায় ক্ষুদে শিক্ষার্থীরা
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৫:৪০ পিএম  (ভিজিট : ২৬৬)
“পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ” পাঠ্য বইয়ের এমন বিষয়ে বাস্তবমুখী শিক্ষা অর্জন করাতে দিনাজপুরের হাকিমপুর হিলি রেল স্টেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় স্থানীয় হিলি ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ভবিষ্যতে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দুর্নীতি মুক্ত করতে চায় ক্ষুদে শিক্ষার্থীরা। 

শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় হিলি রেল স্টেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বাস্তবমুখী শিক্ষা লাভ করেন শিক্ষার্থীরা। এসময় হিলি ফেরদৌস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী তানজিন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’ পাঠ্য বইয়ের এবিষয়ে বাস্তবমুখী শিক্ষা অর্জন করতে মূলত আমরা এখানে এসেছি। আমরা সবাই মিলে দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগিয়ে নিতে চাই। 

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া বলেন, আমরা দেশের নাগরিক হয়েও দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারি নাই। আমরা নিজের কাজ যদি নিজেরাই করি তাহলে দেশটা এগিয়ে যাবে। আমরা ভবিষ্যতে গোটা দেশটাকে অপরাধ ও দুর্নীতি মুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে চাই! 

শিক্ষার্থী মাহি বলেন, দূষণমুক্ত পরিবেশ চাইলে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। আমাদের রেল স্টেশন এলাকায় অনেক ময়লা আবর্জনা থাকে আমরা আজকে সেগুলো পরিষ্কার করতে এসেছি। ভবিষ্যতে দেশের বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করবো ইনশাআল্লাহ! 

এসময় ফেরদৌস আলী স্কুল এন্ড কলেজের বাংলা বিষয়ের শিক্ষিকা বলেন, নিজেদের কাজ নিজেরা কিভাবে করবে এইটা শেখার জন্য মূলত শিক্ষার্থীদের এখান নিয়ে আসা। কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ! তাদের হাতে একদিন দেশ পরিচালনার দায়িত্ব আসবে। আর দূষণ মুক্ত পরিবেশের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন একটি দেশ গড়াতে হবে। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে এটাই আমাদের চাওয়া পাওয়া! 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রেল স্টেশন   পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান   হিলি-দিনাজপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close